বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

পাথর মিশিয়ে মশলা তৈরি, ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা



কিশোরগঞ্জের ভৈরবে পাথরের গুঁড়ো ও ক্ষতিকর রঙ মিশিয়ে ভেজাল মশলা তৈরির অপরাধে দুই জনকে চার লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ভৈরব শহরের রাণীবাজারের রতন মশলা কারখানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালায় র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
ক্যাম্পের স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
তিনি জানান, ওই কারখানা থেকে উদ্ধারকৃত প্রায় এক হাজার কেজি বিভিন্ন রকমের ভেজাল মশলা ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে কারখানার অন্যতম মালিক ভৈরবের মো. আলমগীর মিয়া (২৮) ও ভেজাল মশলার ডিস্ট্রিবিউটর ব্রাহ্মণবাড়িয়ার মো. আনোয়ার হোসেন (৩৮)-কে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য