বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবনাশক ঔষুধ স্প্রে




কসবা উপজেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় উপজেলাশহরের গুরুত্বপূর্ণ রাস্তায় করোনা প্রতিরোধ জীবনাশক ঔষুধ ছিটানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ছিটানোর কাজে সহযোগিতা করে কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস।

সাংবাদিক লিয়াকত মাসুদ উপস্থিতিতে জীবনুনাশক ওষুধ ছিটুনো কাজ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক লিয়াকত মাসুদ, কসবা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ খালিদ, ফায়ার সার্ভিস চালক নুরুল কবীর, টিম লিডার ও মঞ্জুর আহাম্মেদ।

এসময় সহকারী কমিশনার ও কসবা সার্কেল এএসপি অফিস রাস্তা থেকে জীবনাশক ঔষুধ ছিটানোর যাত্রা শুরু করে পৌর শহরের প্রদান প্রদান রাস্তায়এই জীবনুনাশক ওষুধ ছিটানো হয়।

কুটি চৌমুহনীর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবদুল্লা খালীদ জানান, সারা বিশ্বে করোনা রোগীর সংখা বেড়েই চলছে করোনা থেকে মানুষ যেন মুক্তি পেতে পারে এবং করোনার থাবা থেকে রক্ষা পেতে পৌর নাগরিকদের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সুত্র online  


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য