ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আব্দুল কাদির, (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে। গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাক্তার এবিএম মসিউল আলম জানান, আব্দুল কাদের ভর্তির সময় প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তার। গত দু্দিন আগে তাকে আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আব্দুল কাদেরের মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে জানান তিনি।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম শিফটের পরীক্ষা শেষে ময়মনসিংহ জেলায় নতুন করে ৮ জন করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬।
সুত্র online
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য