শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

প্রগ্রেসিভ মডেল স্কুল শিক্ষার্থীদের মাঝে ত্রাণ বিতরণ





সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থেমে গেছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা দূর্বিষহ দিন কাটাতে হচ্ছে দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ।
করোনা পরিস্থিতিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ রোড এলাকায় অবস্থিত প্রগ্রেসিভ মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সোহান নিজ অর্থায়নে অসহায় দুঃস্থ শিক্ষার্থী পরিবারের মাঝে ২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন । তার মধ্যে উপকরণ ছিলো ,চাল ৫ কেজি, ডাল ১ কেজি , তেল ১ কেজি, আলু ২ কেজি , পিঁয়াজ ১ কেজি ।বণ ১কেজি এ সময় তিনি করোনা সচেতনতা মোকাবেলায় বক্তব্য দেন, ওই প্রতিষ্ঠানটি ২০০৩ সাল থেকে অগ্রযাত্রা শুরু হয় । আজও এমপিও ভুক্ত হয়নি । শিক্ষদের নিয়ে কোন ভাবে জীবন যাপন করে আসছি , এই প্রতিষ্ঠানে একাদিক অসহায় শিক্ষার্থী পড়াশুনা করে । যাদের পরিবারের অনেকের পিতা দিন মজুর । তারা এখন ঘরে বসে । বর্তমান পরিস্তিতিতে স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষদের সাথে আলোচনা করে এই উদ্যােগ নেওয়া হয়েছে । এসময় উপস্থিত ছিলেন , সহকারী শিক্ষক , হাবিবুর রহমান, রিক্তা রানী , আঁখি মনি , প্রমূখ ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য