শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

তারাকান্দায় শশুরকে কুপিয়ে হত্যা

 


 ময়মনসিংহের তারাকান্দায় নিজ মেয়ের জামাই কর্তৃক শশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় মেয়ের জামাই মাহমুদুল হাসান (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার ( ডিসেম্বর) বিকাল টায় উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে।



তারাকান্দা থানা পুলিশের এসআই রায়হানুর রহমান জানান,উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের মৃত গণি মাহমুদের ছেলে কছিম উদ্দিন (৬০) তাঁর মেয়ে দীপালি (২২)কে দুই বছর আগে বিয়ে দেন কামারগাঁও ইউনিয়নের রাইজান গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহমুদুল হাসানের কাছে।বিয়ের পর থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত হয়।এরই মধ্যে তাদের ফাতেমা নামে এক কন্য সন্তানের জন্ম হয়।গত কয়েকদিন পূর্বে দাম্পত্য কলহের জেরে দীপালি মেয়ে ফাতেমা ( মাস)কে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। এদিকে শনিবার মেয়েকে নিতে কছিম উদ্দিনের বাড়িতে এসে উপস্থিত হয় জামাই মাহমুদুল হাসান।এই নিয়ে জামাই শশুরের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহমুদুল হাসান ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শশুর কছিম উদ্দিনকে মারাত্মকভাবে আহত করে।এদিকে গুরুতর আহত অবস্থায় কছিম উদ্দিনকে আত্নীয়স্বজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।





বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন তিনি জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশের সহায়তায় মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য