শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

 



ময়মনসিংহের গৌরীপুরে শাপলা ব্রিকস নামে এক ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নিকহাত আরা।

জানা গেছে ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে শাপলা ব্রিকস নামের ইটভাটা ব্যবসা পরিচালনা করছিল। খবর পেয়ে বুধবার দুপুরে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নিকহাত আরা বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইট নির্মাণ করায় এই অর্থদ- প্রদান করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য