বুধবার, ২ জুন, ২০২১

স্বামী বিরিয়ানি নিয়ে ঘরে ফিরে দেখেন ফ্যানে ঝুলছেন স্ত্রী

 


চট্টগ্রামে ফাঁস দিয়ে শারমিন আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে নগরীর বাকলিয়া থানার তুলাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

শারমিন আক্তারের স্বামীর নাম মো. তরিকুল ইসলাম। গ্রামের বাড়ি যশোরে হলেও তুলাতলি এলাকার হাজি গনি মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তারা। তাদের সংসারে তিন বছরের একটি ছেলে রয়েছে।

স্বামী তরিকুল ইসলাম বলেন, দুপুরে বিরিয়ানি খাবো বলে বাসায় রান্না করতে নিষেধ করি। বিরিয়ানি আনতে গেলে ঘণ্টাখানেক পরে ফিরে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন স্ত্রী। আমাদের মধ্যে কোনোরকম পারিবারিক কলহ বা বিবাদ ছিল না। তবে তার মাথায় যন্ত্রণাজনিত সমস্যা ছিল। এ নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও চলছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, দুপুরে ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য