সোমবার, ৭ জুন, ২০২১

তারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

 


ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।

জানা গেছে, আজ রবিবার সকালে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের রংগেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পশর আলী (৮৫) নিজ বাড়ি থেকে হরিয়াগাই বাজারে চা পান করতে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই ব্রিজের কাছে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাইয়া ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
স্থানীয় জনতা গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ফজর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল ৯ টায় মারা যায়।
ঢাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ফকির জানান, মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।
নিহত বীর মুক্তিযোদ্ধা পশর আলী রঙেরকান্দা গ্রামের মৃত আবেদ আলীর মীরের পুত্র।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য