মঙ্গলবার, ৮ জুন, ২০২১

তারাকান্দায় পরকীয়া প্রেমে আটক প্রেমিক

                


                          তারাকান্দায় পরকীয়া প্রেমে আটক প্রেমিক

 

ময়মনসিংহের তারাকান্দায় সন্তানের জননী গৃহবধু(২২) ধষর্ণের শিকার হয়েছে। ধর্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ব্যপারে গতকাল সোমবার গৃহবধু বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে তারাকান্দা থানা মামলা দায়ের করেছে।
জানা গেছে,উপজেলার বানিহালা ইউনিয়নের দিস্তা গ্রামের সন্তানের জননী গৃহবধূ(২২) এর সাথে বিগত মাস আগে উপজেলার রামপুর ইউনিয়নের হিরারকান্দা গ্রামের আব্দুল বারেকের পুত্র নিজাম উদ্দিন(২৫) এর সাথে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয়। সুবাদে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে ধর্ষক নিজাম উদ্দিন ওই গৃহবধুর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত রবিবার ধর্ষক নিজাম উদ্দিন গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে বাড়ির লোকজন টের পেয়ে ধর্ষককে আটক থানায় পুলিশে সোপর্দ করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের জানান, ধৃত ধর্ষক নিজাম উদ্দিনকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য