মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আইসিইউতে নবজাতক কন্যা, মাকে হত্যা করে পালালেন বাবা

 


টাঙ্গাইল জেলা কালচারাল কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মির্জাপুর কুমুদিনি হাসপাতালের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এএসপি (মির্জাপুর সার্কেল) দীপংকর বলেন, ২২ মার্চ প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন রেদওয়ানা। ওই দিনই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর থেকে সন্তানটি আইসিইউতে রাখা হয়। তবে চারদিন আগেই রেদওয়ানাকে ছুটি দিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু নবজাতক আইসিইউতে থাকার কারণে রেদওয়ানা হাসপাতালেই একটি কক্ষ নিয়ে থেকে যান।

শনিবার সকালে রেদওয়ানার সঙ্গে দেখা করতে আসেন তার স্বামী মিজান। বিকেলে হাসপাতালের নার্স অনুরাধা রেদওয়ানার কক্ষ বাইরে থেকে তালা দেখে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে রেদওয়ানার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

টাঙ্গাইলের ডিসি ড. মো. আতাউল গনি বলেন, রেদওয়ানাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী মিজান পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য