শনিবার, ৮ মে, ২০২১

বরিশালের লক্ষ্মীপাশায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

 


বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় সড়ক দুর্ঘটনায় রায়হান নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (৮ মে) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ট্রাকটি বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে লক্ষ্মীপাশা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ট্রাকের হেলপার রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আহত অপর দু‘জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য