রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

 


                                                   ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত

 

 

তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ জন নিহত হয়েছে। আজ দুপুর ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে বাস সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গাছতলা দয়াময় নামক এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী এক শিশু রয়েছে বলে জানা গেছে।
 
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার আলম বলেন, বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন।

মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য