বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নদী খননের সময় পাওয়া গেল কষ্টি পাথরের মূর্তি

 


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদী খনন করার সময় দুইটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মূর্তি দুইটি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবির ইউএনও বরমান হোসেন। 

পাঁচবিবির ইউএনও মো. বরমান হোসেন জানান উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিঙ্গা নদীতে খনন কাজ চলছে। বিকেলে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে দুইটি মূর্তি পাওয়া যায়।  

ইউএনও বরমান হোসেন আরো জানান, মূর্তি দুটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তি দুটির ওজন অনুমান ১৩০ কেজি।  

ডিসি শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া দুইটি মূর্তি দুটি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে মূর্তি দুইটি হস্তান্তর করা হবে। 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য