বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

নানার ‘প্রেমে’ স্বামীকে তালাক, অনশনে তরুণী



 নানার সঙ্গে ‘প্রেমের’ সম্পর্ক গড়ে উঠায় পাঁচ মাস আগে স্বামীকে তালাক দেন তরুণী।  কিন্তু এখন নানাও তাকে বিয়ে না করার নানা টালবাহানা শুরু করেছেন। এ জন্য নানার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ওই তরুণী। 


জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা ইসলামপুর থানায় একটি অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার সাভারচর পশ্চিম পাড়া এলাকার ২২ বছর বয়েসী ওই তরুণী পাশ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাস শেখ সম্পর্কে তরুণীর নানার চাচাতো ভাই।

এ বিষয়ে তরুণীর দাবি, বছর খানেক আগে পাশ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে নানা সাদ্দাম হোসেন তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচমাস আগে তার স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন।

এর পর গত ১৬ ডিসেম্বর সাদ্দামের বাড়িতে তিনি বিয়ের দাবিতে অনশন করছেন। এ ঘটনার দুদিন পর সাদ্দাম হোসেন আত্মগোপনে চলে যান।

ইসলামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য