রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

তারাকান্দায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

 


তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের  তারাকান্দা থানা  পুলিশের বিশেষ অভিযানে
  ১০ বছরের পলাতক সাজাপ্রাপ্ত ৩  আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার  করেছে ।
 তারাকান্দা থানার অফিসার  ইনচার্জ  (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে  এস,আই আব্দুস সবুর,এ,এস,আই রুবেল,মামুন সঙ্গীয় ফৌসসহ অভিযান চালিয়ে ১০ বছরের পলাতক নিশুন্দাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবীর (৪৫),পানিহরি গ্রামের জনাব আলীর পুত্র সাজাপ্রাপ্ত আসামি আব্দর রহিম (৪২) ও পশ্চিম তালদিঘী  গ্রামের মূত ময়জ উদ্দিনের স্তী সাজাপ্রাপ্ত আসামি  সাহেবি বেগম (৪৫)কে ঢাকা  ও গাজীপুর  জেলা এলাকা থেকে  শনিবার রাতে গ্রেপ্তার করে  আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
পুলিশ জানায়, ধৃতরা পৃথক মামলা  ৫ বছর ৩ বছর ও ৩ মাসের সাজাপ্রাপ্ত  পলাতক আসামি।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য