মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ভালুকায় জনগণের আস্থাভাজন ব্যক্তিত্ব রেজাউল করিম রিপন

 


মোঃ সাহিদুজ্জামান সবুজ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা ১০নং হবিরবাড়ী ইউনিয়ন জনগণের আস্থাভাজন ব্যক্তিত্ব  ও তরুন সমাজসেবক মোঃ রেজাউল করিম রিপন নিঃস্বার্থ ভাবে অসহায়দের মাঝে  সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আসন্ন ইউপি নির্বাচনে  ময়মনসিংহের ভালুকা উপজেলার  ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়মী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ও সকলের নিকট দোয়া প্রার্থী। বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করছেন। জানাজায়, গতকাল উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন গতিয়ার বাজার এলাকায় ২ নং ওয়ার্ডে জমিসংক্রান্ত রাস্তা নিয়ে স্থানীয়দের ঝগড়া হলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজাউল করিম রিপন এবং ভালুকা উপজেলা চেয়ারম্যান জনাব  আলহাজ্ব আবুল কালাম আজাদ উপস্থিত হয়ে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে  স্থানীয়দের সমঝোতায় এনে সুষ্ঠু সমাধান করেন। এসময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি সাঈদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি   সোহেল আহমেদ, সহ সভাপতি জুয়েল রানা,সহ সম্পাদক আকরাম, এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রিপন সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসীর অনেকে বলেন, একজন যোগ্য  প্রার্থীর সকল গুনাবলী, আচার -আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহোযোগিতার হাতটা যে বাড়িয়ে দেয়; সেই আমাদের  রেজাউল করিম রিপন ভাই । মানুষের সেবা করার সকল গুণাবলিই তার মধ্যে আছে। তাকে সামনের নির্বাচনে ভোট  দিয়ে সবার পাশে থাকার সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব।  ওই এলাকার  সাধারণ জনগণ জানান, আসন্য ইউপি নির্বাচনে মোঃ রেজাউল করিম রিপন ভাই একজন  যোগ্য পদ প্রার্থী। সে নির্বাচিত হলে এলাকার  দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য