অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার সকালে বিশেষ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ সংবাদ জানানো হয়েছে।
এর আগে গতকাল ১২ অক্টোবর, সোমবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ খসড়া সংশোধনে নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
পরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, শিগগিরই সংশোধিত আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।
সংসদ অধিবেশন না থাকায়, সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।
জানা গেছে, মূল আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হয়েছে। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে এবং বিচার শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে।
‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এ সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন। এখন সংশোধন করে, করা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন।
সুত্র আমাদেরবাংলাদেশ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য