রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ভালুকায় শুভ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

 


মোঃ সাহিদুজ্জামান সবুজ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ- ময়মনসিংহের ভালুকায় 

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১২ টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা ভালুকা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভ অংশ নেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাজু, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান ইসলাম হিমেল, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই বিক্ষোভ অংশ নেয়।



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য