শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ভালুকায় কৃষক লীগের নৌকা ভ্রমণ

 


মোঃ সাহিদুজ্জামান সবুজ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ   ময়মনসিংহের ভালুকায় নদী  পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের  আয়োজনে নৌকা  ভ্রমণ ও আনন্দ উৎসব অনুষ্ঠান । গতকাল সকালে ভালুকার ঝালোপাজা থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে  নদী পথে পাগলা থানার পাতলাশী পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই ব্যাতিক্রমধর্মী উৎসব। নৌকা ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি কৃষক লীগের ৩নং ওয়ার্ডের শরিফুল ইসলাম নাজমুল হকের সভাপতিত্বে, ডাক্তার এনামুল সিকদারের সঞ্চালনায় এবং ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদীয়মান আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম খোরশেদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে কৃষক লীগের সকল সদস্যরা  ইসলামিক সংগীত, কবিতা আবৃত্তি, ছোট নাটিকা, সংগীত এবং একক নৃত্য পরিবেশন করেন। নৌকা ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান জ্বনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ,  বিশেষ অতিথি ভালুকা উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক জ্বনাব আতিকুল ইসলাম জাকারিয়া এবং  সাধারণ সম্পাদক নাজমুল হাসান।  নৌকা ভ্রমণে যেনো কৃষক লীগের নেতৃবৃন্দের মাঝে আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। একপর্যায় জুম্মার নামাজের ও দুপুরের খাবারের জন্য পাতলাশী পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন । তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকাল পৌনে ৪টায় রওয়ানা হয়ে সন্ধ্যা ৭টায় পুনারায় ঝালোপাজা ঘাটে এসে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য