মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

ভালুকায় ইউনিয়ন কুষকলীগ সভাপতি বাবুল বাহিনী কর্তৃক বসতবাড়ী জবর দখলের পায়তারা


 


 মোঃ সাহিদুজ্জামান সবুজ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি অসহায় পরিবারের বসতবাড়ী জবর দখলের পায়তারার অভিযোগ উঠেছে। অভিযোগকারী জীবনের নিরাপত্তাহীনতায় আইনের সহযোগিতা চেয়ে থাসায় অভিযোগ করছেন। অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের আহেদ আলী আকন্দের ছেলে মোঃ চান মিয়া (৫৫) দীর্ঘদিন যাবৎ তফসিলভুক্ত সম্পত্তি (যা ময়নসিংহ জেলার ভালুকার


 অন্তর্গত ঝালপাজা মৌজার হালবুজরত-১০০২ ডি পি-১ খতিয়ানে সাবেক ২০৮ হাল-২৫২২ দাগে) ২ একর কান্দা জমি ভোগ দখল করিয়া আসছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে (১১ঘটিকার সময়) বাদী তার জমি দেখাশুনা করতে গেলে একই এলাকার মৃত নুরমোহাম্মদের ছেলে মোঃ বাবুল মিয়া (৪০) তার লোকজন নিয়ে তাকে বাধা প্রদান করে অকথ্য ভাষার গাল মন্দ করা সহ খুন জখমের হুমকি দেয়। সে যে কোন সময় তফসিলভুক্ত জমি মাপিয়া জোর পূর্বক দখল করে নেয়ার পায়তারা করছে। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক ভাবে মিমাংসা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে মোঃ চান মিয়া জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। সেখানে কোন সুরাহা না হওয়ায় গত বছরের ০২/০৭/২০১৯ তারিখে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-৬০। এ বিষয়ে অভিযুক্ত মোঃ বাবুল মিয়া জানান, আমি তার ভাইয়ের কাছ থেকে ঐ জমি ক্রয় করেছি। আমার জমি আমি দখলে নিচ্ছি। আমার কাছে যাবতীয় কাগজপত্র আছে।



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য