বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

তারাকান্দায় টিনে গলা কেটে এক দোকান কর্মচারীর মৃত্যু


তারাকান্দায় টিনে গলা কেটে এক দোকান কর্মচারীর মৃত্যু

 ময়মনসিংহের  তারাকান্দায় বুধবার দুপুরে দোকানের টিনে গলা কেটে সবুজ মিয়া (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, তারাকান্দা সদরে বড় মসজিদ সংলগ্ন মামুন মিয়ার টিনের দোকানে গাবরগাতি গ্রামের খোরশেদ আলীর পুত্র সবুজ মিয়া প্রায় ৬ মাস ধরে কর্মচারী হিসেবে কাজ করছেন। বুধবার দুপুরে একজন ক্রেতাকে টিন দেখাতে গেলে খামাল ভেঙে তার উপর পড়ে যায়। এতে টিনে গলা কেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য