শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

টেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১


টেকনাফে ১ কোটি ৮০লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজা পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার ১ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার(১২ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল মোঃ হেলাল উদ্দিন নামের এই মাদককারবারীকে আটক করে।
বিজিবি জানায়, টহলদল তিন জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফ নদী হতে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার উত্তর দিক দিয়ে বেড়ী বাঁধের উপর উঠতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই উল্লেখিত ব্যক্তিরা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে টহলদল ধাওয়া করে এক জন ইয়াবা পাচারকারীকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক প্লাস্টিকের বস্তাটি খুলে তার ভিতর হতে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য