সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহে জেলা পরিষদের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

 


ময়মনসিংহে জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে জেলা পরিষদের অডিটোরিয়াম ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।জেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,সহসভাপতি এ্যাডভোকেট ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু,কৃষি বিষয়ক সম্পাদক ড.অধ্যক্ষ্য এ কেএম আব্দুর রফিক,শ্রমবিষয়ক সম্পাদক এডভোকেট আবুবক্কর সিদ্দিক, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ ও প্যনেল মেয়র শামিম আরা বিউটি। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য