রবিবার, ২৪ মে, ২০২০

কমলগঞ্জে নব বিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার



কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে নব বিবাহিত (২ মাস আগে বিয়ে করা) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২৪ মে) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনার একটি জাম্বুরা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত আবু সাইদ (২৮) বনগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। সে একজন টমোটো চাষী ছিল। 
পারাবরিক সূত্রে জানা যায়, ২ মাস আগে আবু সাইদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ে করেছিল। তার মৃত্যুর কোন কারণ জানা না গেলেও তার বাবা আরফান আলী বলেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত কিছু দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। শনিবার রাতে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লেও সকালে বসত ঘরের আঙিনার একটি জাম্বুরা গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের সুরতহার তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
 সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য