রবিবার, ১০ মে, ২০২০

ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ৯


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে নয় চাঁদাবাজকে আটক করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৯ মে) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে মহাসড়কের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্বজন মিয়া (৪২), রাব্বী (২২), কামরুজ্জামান (৩৫), আল আমিন (২৩), হান্নান কবীর (২২), শফিকুল ইসলাম (৩০), মোতালেব (৩৫), ফারুক আহমেদ (৫০) ও আলাল মিয়া (৩৫)। তাদের বাড়ি নগরের মাসকান্দা, বাঘমারাসহ বিভিন্ন এলাকায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ছদ্মবেশে ডিবি পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে অবস্থান নেয়। এসময় চাঁদা নিতে এলে হাতেনাতে ওই নয় জনকে আটক করা হয়। তারা গাড়িতে যাত্রী উঠিয়ে দেওয়ার নাম করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এর আগেও একই অপরাধে ছয় চাঁদাবাজকে আটক করে ডিবি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য