রবিবার, ১০ মে, ২০২০

ময়মনসিংহে ‘শীর্ষ সন্ত্রাসী’সহ আটক ৭

 

য়মনসিংহে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
শনিবার (৯ মে) বিকালে র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন।
আটকরা হলেন— পুরোহিতপাড়ার ইয়াসিন আরাফাত শাওন (৩৬) তার ভাই মাসুদ পারভেজ (৩০), চামড়া গুদাম এলাকার রায়হান আহম্মেদ রাজীব (২৮), শেওড়া চামড়া গুদাম এলাকার মানিক মিয়া (২৭), হৃদয় আহাম্মদ রাজীব (১৮), বাপ্পী খান (৩৬) এবং বাগান বাড়ী এলাকার রাজীব (৩০)।
আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।
ইয়াসিন আরাফাত শাওন ময়মনসিংহ মহানগরের একজন যুবলীগের সদস্য ছিলেন। র‌্যাবের দাবি, তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী।
লে. কর্ণেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চরপাড়া এলাকায় শাওনের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ২টি পিস্তল, ১টি রিভলভার, ২টি একনালা বন্দুক, ৭টি রামদা, ৪ টি ছোড়া, ১টি চাপাতি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ম্যাগাজিন, ৩শ পিস ইয়াবা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অস্ত্র তারা চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতেন বলে কথা স্বীকার করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান জানান, ময়মনসিংহে যুবলীগ কর্মী ইয়াসির আরাফাত শাওন অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হওয়ায় তাকে বহিষ্কার করেছে যুবলীগ।

সুত্র অনলাইন সংস্করণ








শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য