শনিবার, ৯ মে, ২০২০

ময়মনসিংহে ভেজাল ওষুধ রাখার দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান



 প্রতিনিধি :
৮মে ২০২০ খ্রি.তারিখে বিকেল ০৩.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলার চড়পাড়া এবং ভাটিকাশর এলাকায় র‍্যাব-১৪ ও ড্রাগ ইন্সপেক্টর ময়মনসিংহ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
এসময় জেলার চরপাড়া এলাকায় ভেজাল,মেয়াদ উত্তীর্ণ, বিক্রয় অযোগ্য ঔষধ মজুদ ও বিক্রির অপরাধে “স্পর্শ ফার্মেসী ” এর মালিক কে ঔষধ আইন,১৯৪০ (The DrugAct,1940) অনুসারে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত দোকানের মালিকের দেয়া তথ্য ও অন্যান্য তথ্য যাচাই করে এসব ভেজাল ঔষধ পাইকারি সরবরাহকারীদের বিরুদ্ধে ভাটিকাশর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় দু’জন ভেজাল ঔষধ সরবরাহকারীকে ০১ জনকে ঔষধ আইন,১৯৪০(The Drug Act,1940) অনুসারে ০৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড এবং অন্যজনকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল ঔষধ ড্রাগ ইন্সপেক্টর,ময়মনসিংহ এর জিম্মায় দিয়ে ধ্বংস করা হয়।
দু’টি অভিযান পরিচালনা করে মোট দু’টি মামলা ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।সেই সাথে ০৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য