জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ নগরীর ৪ নম্বর ওয়ার্ডের তিনকোণা পুকুরপাড় এলাকার ছাত্র মেছে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ।
নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওসি মাহমুদুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুত্র অনলাইন সংস্করণ
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য