মঙ্গলবার, ২৬ মে, ২০২০

নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৪৫ জন, মোট মৃত্যু ৭২



নারায়ণগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।’
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পুরো জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় এক হাজার ১৫ জন আক্রান্ত রোগীর মধ্যে মারা গেছেন ৪৯ জন। সদর উপজেলায় আক্রান্ত ৭৭২ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ২০৪ জন।
রূপগঞ্জ উপজেলায় ২৩৯ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন, সুস্থ হয়েছেন আট জন। সোনারগাঁও উপজেলায় ১৭৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন পাঁচ জন ও সুস্থ হয়েছেন ২০ জন। আড়াইহাজার উপজেলায় ৯৮ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩০ জন। বন্দর উপজেলায় ৬৮ জন আক্রান্ত হয়ে একজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৩ জন।


 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য