শনিবার, ৯ মে, ২০২০

নাটোরে আরও একজন করোনায় আক্রান্ত, মোট ১২






নাটোর জেলায় দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ শনিবার নতুন করেআরও একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি লালপুর উপজেলায়।
এ নিয়ে নাটোরে এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ১২ জন ।
নাটোরের সিভিল সার্জন ডঃ কাজী মিজানুর রহমান  জানান , এখন পর্যন্ত প্রেরিত নমুনার সংখ্যা ৮৯৯, এ পর্যন্ত করোনা পজেটিভ রোগীর পাওয়া গেছে ১১ জন, এছাড়া ৪৭৭ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে, এখন পর্যন্ত ৩৯২জনের নমুনার ফলাফল অপেহ্মমান রয়েছ, আর ১৯ টি নমুনা অকার্যকর বলে জানিয়েছে রাজশাহী রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ। আজ নতুন করে ৭টি নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। আজ শনিবার নতুন করে যে একজনের শরিরে করোনা শনাক্ত হয়েছে তার তার বাড়ি লালপুর, বয়স ৩০।
তিনি আরও বলেন, সচেতনতাই উত্তম প্রতিরোধ। সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললেই এ রোগের প্রতিকার সম্ভব।
সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য