বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

তারাকান্দায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল ইউপি চেয়ারম্যান


তারাকান্দায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল ইউপি চেয়ারম্যান তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় চলমান সময়ে কৃষি নির্ভর দেশে শ্রমিক সংকটে অসহায় কৃষদের পাশে দাড়িয়েছেন উপজেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক বালিখাঁ ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম (রাজু) ও বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম দুদু। জানা গেছে , উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে কৃষক শাহাব উদ্দিনের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে রাড়ী পৌঁছে মাড়াই করে দেন । একাদিক কৃষক জানান, করোনা পরিস্থিতিতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমীক পাওয়া দুষ্কর হয়ে উঠেছে । অন্যদিকে অনেক কৃষক পড়ে গেছেন আর্থিক সংকটে ।বোর মৌসুমে শ্রমিকের অভাবে যেন কৃষকের ধান জমিতে পরে না থাকে সেই জন্য সারা দেশে আঃলীগ তার সকল অঙ্গসংগঠনকে কৃষকের পাশে দাড়ানোর নির্দেশ দেন জননেত্রী শেখ হাসিনা । মূলত এই কারণে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শীরফ আহমেদ এমপি তত্বাবধানে অসহায় কৃষকদের পাশে থেকে বালিখাঁ ইউনিয়নে বৃহস্পতিবার ধান কেটে বাড়ী পৌঁছে দেন চেয়ারম্যানদ্বয়। এই ধান কাটায় আংশ নেন স্থানীয় আঃলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগের নেত্ববৃন্দ ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য