শুক্রবার, ১ মে, ২০২০

তারাকান্দায় প্রাণঘাতী করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি



করোনা ভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। আর মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। অদৃশ্য এ শত্রুর বিরুদ্ধে লড়তে তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা খুবই জরুরি। লড়াইয়ে নেমে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন মাঠের এ যোদ্ধারা। তার মাঝেও ময়মনসিংহের তারাকান্দার কয়েক জন করোনাযোদ্ধা মধ্যে একজন ওসি আবুল খায়ের। জীবনের ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছেন। জনগণের সেবায় বিরামহীন ছুটে চলছেন সারা উপজেলায়।
করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলার ১০টি ইউনিয়নে মোটামুটি নিরবতা ও আতঙ্ক বিরাজ করছে। এতে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর গরীব, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন।
এরই মাঝে থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন তারাকান্দা থানা পুলিশ ।করোনা যুদ্ধে উপজেলার আনাচে-কানাচে বিরামহীন ভাবে ভোর হতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন মানুষের সেবায়। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোয়ারেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন নিজেরাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, করোনা সচেতনতায় এবং মানুষকে ঘরে রাখতে উপজেলার আনাচে কানাচে কাজ করে নজির স্থাপন করেছেন এ করোনাযোদ্ধারা। তারা ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে করোনা সচেতনতায় ছুটে চলেছেন গ্রাম-গঞ্জে। তারাকান্দা করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কর্মহীন হতদরিদ্র ও লকডাউনে আটকা মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি মোকাবেলায় অভিযান পরিচালনা করছেন। করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয় নিশ্চিত করতে ছুটে চলেছেন সারা উপজেলায়। সেই সাথে হোটেল, চায়ের দোকানসহ অন্যান্য দোকান বন্ধ রাখার বিষয়ে প্রতি মুহুর্তে কঠোর নজরদারি করছেন।করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সকলকে ঘরে রাখতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ করোনা যোদ্ধাদের এমন কর্মকান্ডে উপজেলা বাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন । তারাও জীবণের ঝুকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, সচেতনতা ববিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা, করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কর্মহীন হতদরিদ্র ও লকডাউনে আটকা মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়াসহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য