মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য সরকারী সিদ্ধান্ত সামাজিক দুরত্ত বজায় না রাখায় প্রতিবাদ করাতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত নারী তুস্ট বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। কিন্তু চলমান পরিস্থিতিতে হাসপাতালে না গিয়ে গ্রামের চিকিৎসক দিয়েই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে ওই নারী। অথচ হামলাকারীরা কোন সহানুভূতি প্রদর্শন না করে উল্টা মামলা প্রত্যাহার করার জন্য নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে বাদী আনোয়ার হোসেনের অভিযোগ। দোকানের সামনে বসতে নিষেধ করার কারণে দিন গত রাত ৮টার দিকে মোঃ মনির হোসেনের নেতৃতী মোঃ সালমান শাহ্ উপর এক দল সন্ত্রসী হামলা চালায়। এ সময় সালমান শাহ্ (২৫) সজিব হোসেন(২২) মোঃ আকাশ হোসেন(১৮) ও তুষ্ঠ বেগম (৪৫)নামে এক মহিলা আহত হয়েছিলেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে সাটুরিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল তাদেরকে মামলা সুত্রে জানা যায়, উপজেলার উত্তর ছনকা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সালমান শাহ্ উত্তর ছনকা সরকারী প্রাথমীক বিদ্যালয়ের সামনে মুদি দোকানে আছে। এ দোকানে করোনা ভাইরাসের জন্য একই গ্রামের মোঃ মতিন হোসেনের ছেলে মোঃ মনির হোসেন কে দোকানের সামনে বসতে নিষেধ করিলে ক্ষিপ্ত হইয়া গালিগালাজ করে। এক পরযায়ে মনির হোসেন, রবিন, শাখিল, মোজাহার,সজিব ও মাজেদুল মিলে সালমান শাহ্ বাড়ীতে গিয়ে রাম দা শাবল, লোহার রড় ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায় ও বাড়ী ঘর ভাংচুর করেছে। এ সময় বাড়ী থেকে নগদ টাকা স্বর্ণলকারসহ প্রায় ১০লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা বাবুল হোসেন ও মজিবুর রহমান বলেন অন্তত দুখঃজনক ঘটনা ঘটেছে, প্রকৃত দোষী ব্যক্তিদের জবাবদীহি করা উচিৎ, আহমদ মেম্বার ও বাবুল মেম্বার ও এটিকে ন্যাক্কারজনক ব্যপার হয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য ববাইদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদের মোবাইলে কয়েক বার ফোন দিয়েও পাওয়া যায়নি। রাষ্ট্রদ্রোহী এই রকম সন্ত্রাসী হামলা বন্ধ ও এর উপযুক্ত সমাধান বিচার দাবি সালমান শাহের পরিবারের। আর সাটুরিয়া থানায় মামলা নং ০১/৪ তদন্তকারী কর্মকর্তা এস আই উজ্জল হোসেন বলেন ইতমধ্যে একজনকে আটক করে চালান দেওয়া হয়েছিল বাকী আসামিগন পলাতক আছে তাদের ধরার চেষ্টা চলছে।
সুত্র online
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য